সি এন জি মুখো মুখি সংঘর্ষ আহত ১ জন
মোহাম্মদ হাসান আলী ক্রাইম রিপোর্টার গন টেলিভিশন, টাংগাইল
টাংগাইল নাগপুর রোডের সামসুল হক তোরনের নিকট বর্তি স্থানে এ দূর্ঘটনা ঘটে
প্রত্যখ্যদর্শিরা জানায় টাংগাইল থেকে ছেরে আসা একটি সি এন জি সামসুল হক তোরনের নিকটবর্তি হলে অপরদিক থেকে একটি অতি দ্রুত গতিতে আসা সি এন জি একজন সাইকেল আরেহী কে বাচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে টাংগাইল থেকে ছেড়ে আসা সি এন জির চালক কালুমিয়া মারত্বক আহত হয়
স্থানীয় লোকজনের সহযোগিতায় সি এন জি চালক কালুমিয়াকে টাংগাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে সি এন জি স্থানিয় পরিচালনা কমিটি ও পরে টাংগাইল সি এন জি শ্রমিক সমিতির নেতাকর্মী ঘটনাস্থলে এসে খতিগ্রস্থ সি এন জি ঘটনাস্থল থেকে নিয়েযায় অবশ্য দেলদুয়ার থানার এস আই মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিক সমিতির নেতাকর্মীদেরকে নিরাপদ গতিতে গারি চালনার পরামর্শ দেন যাতে পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে